বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
২১শে ফেব্রুয়ারী ২০২০ মহান শহীদদের প্রতি পুস্পঅর্পন করেন
জনাব নরেশ চন্দ্র সরকার, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বগুড়া,
এ কে এম ফজলুল হক বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ বগুড়া
এমরান হোসেন চৌধুরী. বিচারক (জেলা জজ) স্পেশাল জজ, বগুড়া,
শরনিম আকতার বিচারক( জেলা জজ) প্রশাসনিক ট্রাইবুনাল, বগুড়া,
মুহাম্মদ রবিউল আউয়াল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
কাফি আল আজাদ সহকারি জজ,
বগুড়া সহ জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল আদালত,
জেলা অ্যাডভোকেট বার সমিতি, সরকারি আইন কর্মকর্তাবৃন্দ ও দপ্তরের পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে
তার পূর্বে জেলা জজ কোর্ট চত্ত্বরে পতাকা মঞ্চ তৈরী করা হয় পতাকা মঞ্চ উদ্বোধন করেন নরেশ চন্দ্র সরকার, জেলা ও দায়রা জজ, বগুড়া,
দেশের জেলা আদালতগুলোর মধ্যে প্রথম শহীদ মিনার তৈরী করেন এবং সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয় ।