বগুড়া শহীদ খোকন পার্কে অমর একুশে বইমেলায় কবি ফারজানা সিকদারের প্রথম কাব্যগ্রন্থ ‘একদিন নক্ষত্রেরও পতন হয়’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুঞা বিপিএম বার, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাংবাদিক বাদল চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা কবি ফারজানা শিকদারের প্রথম কাব্যগ্রন্থ ‘একদিন নক্ষত্রেরও পতন হয়’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
কবি ফারজানা সিকদারের প্রথম উপন্যাস নিয়তির জলকাব্য ২০১৮ সালে এবং দ্বিতীয় উপন্যাস দাদী মা ২০১৯ সালে ঢাকার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। উল্লেখ্য, নিয়তির জলকাব্য উপন্যাসটি ঢাকার বইমেলায় বেস্ট সেলার হয়। বাংলাদেশ পুলিশের তৎকালীন ডিআইজি (পলিটিক্যাল স্পেশাল ব্র্র্যাঞ্চ) মাহবুব হোসেন উদীয়মান লেখক হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কবি ফারজানা সিকদার কক্সবাজার জেলার রামু ক্যান্টমেন্ট এলাকার বাসিন্দা। বর্তমানে প্রাণিসম্পদ বিভাগে তিনি মনিটরিং কর্মকর্তা পদে কর্মরত আছেন।