বগুড়ার শিবগঞ্জের পলীতে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধু শিরিনা সুলতানা (২৩) উপজেলার রায়নগর ইউনিয়নের আচলাই নামাপাড়া গ্রামের মামুনের স্ত্রী। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে।
শিবগঞ্জ থানার এসআই আলী আকবর জানান, সকালে ধান ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহত শিরিন একই উপজেলা তেঘরী গ্রামের মৃত সেকেন্দার আলীর মেয়ে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী মামুন পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।