শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮২ লাখ টাকার স্বর্ণসহ বিমানের এক কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ (ডিসিএইচ)। ওই কর্মচারীর নাম আবু সালেহ মুসা। ৩ মার্চ মঙ্গলবার ভোরে বিমাবন্দরের হ্যাংগার গেইট থেকে ১ কেজি ৬২৪ গ্রাম স্বর্ণের ১৪টি বারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
ডিসিএইচের এসি সোলাইমান হোসেন সাইফ বলেন, ২ মার্চ সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি বিমান থেকে স্বর্ণ পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের হ্যাংগার গেইটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মঙ্গলবার ভোরে হ্যাংগার গেইট দিয়ে বের হওয়ার সময় বিমানের পরিচ্ছন্নতাকর্মী মুসাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে পায়ের নিচের অংশে স্কসটেপ দিয়ে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।