বিডি ল নিউজ২৪ ডটকম ডেস্কঃ
আজ মঙ্গলবার বিকাল ৪টায় বগুড়া ল সার্কেল কোচিং সেন্টারে আইনজীবী এ্যানরোলমেন্ট, এম সি কিউ পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোঃ গোলাম ফারুক
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট শাহীন উল ইসলাম, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ আসিফুর ইসলাম,
প্রধনা অতিথি তার বক্ত্যেবে শিক্ষার্থীদের বিভিন্ন আইন নিয়ে আলোচনা করেন কোর্ট প্র্যাকটিস কি ভাবে করতে হবে তার উপর আলোচনা করেন, তারা যখন জুনিয়র ছিলো তখন কেমন আর এখন কেমন প্র্যাকটিস সে দিক নিয়ে এবং আগামী লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করার কথা বলেন কারন বগুড়া বার ঐতিহ্যবাহী একটি বার এই বারের শুনাম আছে,
প্রধনা অতিথি শুরুতে ফুল দিয়ে বরণ করে নেন পাশকৃত ছাত্র ছাত্রীদের
বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ আসিফুর ইসলাম, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট শাহীন উল ইসলাম,

শেষে বগুড়া ল সার্কেল কোচিং সেন্টারের পরিচালক জনাব ইলিয়াস হোসেন প্রধান অতিথি ফুলেল শুভেচ্ছা জানান এবং ছাত্র ছাত্রীদের জন্য দোয়া ও তাদের আইনের জ্ঞ্যান বৃদ্ধির জন্য মাঝে মধ্যে আইন শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ জনান।