মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অভিযান চালিয়ে এ জরিমানা করে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
আজ মিরপুর এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে মিরপুর-১৩ এ অবস্থিত নূর ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে আহসান ফার্মেসিকে ২০ হাজার, প্রাইম ফার্মেসিকে ২০ হাজার এবং দেশ ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ফার্মেসিগুলোতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়নি বলে তিনি জানান।
অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।