রাজশাহীতে সহপাঠীকে ধর্ষণ মামলায় দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান শোভন ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তরুণ কুণ্ডু।
বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
নগরীর মতিহার থানার ওসি মাসুদ পারভেজ জানান, ১৫ ফেব্রুয়ারি কাজলা কর্মাস কলেজের পেছনে অবস্থিত তরুণ কুণ্ডুর বোনের বাড়িতে ডেকে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ করেন জাহিদ। ওই ঘটনায় বুধবার দুই ছাত্রের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর বাবা। তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে ওই ছাত্র। ঘটনার পর থেকে মেয়েটি স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে।