সম্প্রতি লিবার্টাস প্রকল্প নামের এক গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ ভাগ সোশ্যাল মিডিয়াকে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদের উৎস হিসেবে বিবেচনা করে এবং সংবাদের জন্য ফেসবুক এখন অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম।
দুর্ভাগ্যক্রমে আমরা এখনও ইন্টারনেটে প্রচুর ভুয়া খবর পোস্ট হতে দেখি। যখন এই বানানো বা ভুয়া খবরগুলো ছড়ায় তখন মানুষ সেগুলোকে সত্য হিসেবে ধরে নেয়। যা মানুষের ভুল সিদ্ধান্ত নেয়ার কারণ হয়ে দাঁড়ায়।
এই ভুল খবরগুলো যেন না ছড়ায় সেই ব্যাপারে ফেসবুক সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তারা নিশ্চিত করতে চায় যে, ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীরা যেন সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য জানতে পারে।
ভুয়া খবর চিহ্নিত করার ১০টি উপায়-
১. সন্দেহজনক শিরোনাম : ভুয়া খবরের শিরোনামগুলো প্রায়ই উদ্দীপনামূলক ও আকর্ষণীয় হয়ে থাকে। যদি শিরোনামগুলো অবিশ্বাস্য হয়ে থাকে তাহলে তা ভুয়া খবর হতে পারে।
২. লিংক ভালোভাবে লক্ষ্য করুন: একটি অবাস্তব বা দেখতে অনেকটা একই রকম লিংক ভুয়া খবরের সতর্কতা চিহ্ন হতে পারে। অনেক ভুয়া খবরের সাইট মূল খবরের লিংকে সামান্য পরিবর্তন করে ব্যবহার করে থাকে। তাই মূল খবরের লিংকে গিয়ে তা তুলনা করা উচিত।