বিডি ল নিউজ২৪ ডটকমঃ রাজধানীর আগারগাঁওয়ে রোববার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ কপিরাইট ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। তিনি বলেন, বিদ্যমান কপিরাইট আইন আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে। আগামী মাসে আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। “নির্মাণাধীন কপিরাইট ভবন একটি আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত হবে, যার মাধ্যমে কপিরাইট অফিসের কার্যক্রম আরো বেগবান ও ত্বরান্বিত হবে।” রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদত হোসেন বক্তব্য দেন। কপিরাইট ভবন নির্মাণের প্রকল্প পরিচালক সাঈদ আল আমিন মুহাম্মদ আব্দুল হাফিজ স্বাগত বক্তব্য দেন। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহ ইয়ামিন উল ইসলাম, প্রকল্পের ঠিকাদারের পক্ষে জামিল ইকবাল শুভেচ্ছা বক্তব্য দেন। কপিরাইট ভবন নির্মাণ প্রকল্পটি ২০২০ সালের জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে।
