Related Articles
সৌদিতে প্রথমবারের মতো বাংলাদেশি গৃহকর্মী হত্যার বিচার শুরু
December 24, 2020
সৌদি আরবে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার পর সারা দেশে সান্ধ্য আইন জারি করেছেন বাদশাহ সালমান।
রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো সৌদি আরবে কারফিউ বলবৎ থাকবে।
সোমবার থেকে শুরু হয়ে আগামী ২১ দিন এ আদেশ কার্যকর হবে। চিকিৎসাসহ জরুরি সেবা এই বিধিনিষেধের বাইরে থাকবে।
মধ্যপ্রাচের দেশ সৌদি আরবে এ পর্যন্ত ৫১১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি সরকার মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া দেশের বাকি সব মসজিদে জামাতে নামাজ পড়া বন্ধ করেছিল আগেই। কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন বাড়তে থাকায় এখন কারফিউ জারির মত কঠোর পদক্ষেপ নেওয়া হল।
এদিকে সংযুক্ত আরব আমিরাত সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। ট্রানজিট ফ্লাইটও আপাতত বন্ধ থাকবে।
দেশটির সব শপিং মলও ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। রেস্তোরাঁ থেকে কেবল হোম ডেলিভারির দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ওষুধ ও কাঁচাবাজার খোলা রাখা যাবে। এই নির্দেশনা কার্যকর হবে দুই সপ্তাহের জন্য।
চীনের উহানে প্রথম সংক্রমণ ধরা পড়ার পর গত পৌনে তিন মাসে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ১৭৩ দেশে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে, আক্রান্ত হয়েছে তিন লাখ ৩৬ হাজার মানুষ।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)