বরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ট শিল্প-সমালোচক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এর ভাতিজা মুনতাসির মামুন ভোরের কাগজকে নিশ্চিত করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মুনতাসির মামুন জানান, দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মরদেহ চাঁদপুরের কচুয়ায় নিয়ে যাওয়া হবে এবং সন্ধার দিকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।