নবিবুর রহমান,
পত্নীতলা,নওগাঁ।
নওগাঁর পত্নীতলায় শনিবার
(২৮-০৩-২০২০) আকবরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাউতাড়া ও মধুইল গ্রামে দি- হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রচারনায় করোনা ভাইরাস প্রতিরোধে করোনীয় ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সচেতনামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফিরোজ হোসেন,জিজিএস, নারী নেত্রী ও ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষীত সদস্য নিলুফা ইয়াছমিন , ইয়ূথ ইউনিট কো- অর্ডিনেটর ফহমিদা, মরিয়ম খাতুন, দি- হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ইউনিয়ন সমন্বয়কারী হারুনুর রশিদ প্রমুখ।