নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মাসুদ রানা (৪৫) বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল কিন্তু মাসুদ রানা (৪৫) করোনার ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি
নিশ্চিত করেন মোস্তাফিজুর রহমান
মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হতে তার শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়। সোমবার দুপুরে ওই পরীক্ষার রিপোর্ট জানা যায়।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মৃত ব্যক্তির দেহে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এদিকে ওই রিপোর্ট হাতে পাওয়ার পর শিবগঞ্জের লকডাউন প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন।