বগুড়ায় করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ধর্ষণের চেষ্টায় বগুড়া সদর থানায় ২৯ মার্চ রাতে দায়েরকৃত মামলা সূত্রে থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের উত্তর চেলোপাড়া এলাকার গোপাল মহন্তকে (২৮) গ্রেফতার করে।
বগুড়া সদর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বিকালে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার রেল লাইনের পাশে আড়াই বছরের শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। গ্রেফতারকৃত গোপাল শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে নিজ বাড়রি শয়ন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে এলাকার কয়েকজন মানুষ ছুটে গেলে গোপাল দৌঁড়ে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, শিশু ধর্ষণ টেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হওয়ার পর অভিযান চালিয়ে গোপালকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদির বাড়ির পাশেই অভিযুক্ত গোপালের বাড়ি।