দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯এ আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, আরও পাঁচজনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। আর নতুন করে ৪১ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী।
এর আগে পরীক্ষার পরিধি বাড়ানোর পর রোববার বাংলাদেশে একদিনেই নতুন করে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। সোমবার সে সংখ্যা দাঁড়ায় ৩৫-এ। আর মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১জনে।
নতুন শনাক্তদের মধ্যে ২০ জনই ঢাকার। ১৫ জন নারায়ণগঞ্জের। এছাড়া নতুন মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বের ৭৪ হাজার ৮০৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে কভিড-১৯। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৮০৩ জন।