গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরী এলাকায় মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৩ এপ্রিল) সকালে তারা কারখানার প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ করেন।
কারখানার ফিনিশিং সেকশনের অপারেটর সুজন মিয়া বলেন, ‘প্রতিমাসেই কারখানা কর্তৃপক্ষ আন্দোলন করার পর বেতন দেয়। আশপাশের সব কারখানায় মার্চ মাসের বেতন ১০ এপ্রিলের মধ্যে পরিশোধ করে কারখানা বন্ধ করে দিয়েছে।’
সুইং অপারেটর শ্যামলী আক্তার বলেন, ‘গত ৯ এপ্রিল আমাদের বেতন দেওয়ার কথা ছিল। ওইদিন অফিসে আসলে আজ (সোমবার) বেতন দেওয়া হবে বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিশ টানিয়ে রাখা হয়েছে।’
নিটিং অপারেটর মোহাম্মদ ইউছুফ বলেন, ‘আমাদের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ না করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। অন্যান্য শ্রমিকদের কাছে শুনেছি কর্তৃপক্ষ বলছে, যতদিন করোনাভাইরাসের মহামারী চলবে ততদিন কারখানা বন্ধ থাকবে। কারখানার গেটে এ সংক্রান্ত নোটিশ দেখে শ্রমিকরা সকাল থেকে বেতনের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।’
টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এসএসপি) এস আলম জানান, পূর্ব ঘোষিত নির্ধারিত তারিখ অনুযায়ী শ্রমিকরা আজ বেতনের জন্য করাখানায় এসেছিলেন। পরে কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেতন দেওয়ার কথা জানালে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ শেষে চলে যান।