পঞ্চগড়ে সরকারি নির্দেশনা অমান্য করে হার্ডওয়্যার, কম্পিউটার, কাপড়, ইলেক্ট্রনিক ও কসমেটিক্স দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালের পর থেকে পঞ্চগড় শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয় ।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের ক্যাপ্টেন মোহাম্মদ গালিবের নেতৃত্বে পঞ্চগড় শহর ও সদর উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং,সামাজিক দূরত্ব নিশ্চিত,জনসমাগম রোধে তৎপরতা চালানোর সময় ওই ব্যবসায়ীদের জরিমানা করা হয় ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, আমরা সকাল থেকে পঞ্চগড় শহরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে এসময় হার্ডওয়্যার, কম্পিউটার, কাপড়, ইলেক্ট্রনিক ও কসমেটিক্স দোকানসহ ১০ দোকানদারকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সচেতনমূলক প্রচারণা চালানো হয় ।