বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের তথ্যমতে, শুক্রবার দোকানটিতে অভিযান চালিয়ে সেখানে খাদ্য অধিদপ্তরের খোলা বস্তায় চাল ফ্লোরে ফেলে রাখতে দেখা গেছে।
ঘটনাস্থলে থাকা দোকান মালিক ও আ’লীগ নেতা ইউসুফ আলী জানান, তিনি কাবিখার চাল কিনে বাজারজাত করার জন্য বস্তা পরিবর্তন করছেন।
তবে মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য ক্রয় বিক্রয়যোগ্য নয় বিধায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সুত্র জানায়, কাবিখার উদ্ধারকৃত ৭টি বস্তা ভরা এবং খালি বস্তা ২৪৯টি মোট ২৫৬ বস্তা। মোট চাল ৭ হাজার ৬৮০ কেজি চাল জব্দ করা হয়েছে বলে সুত্র জানিযেছে।