জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন মারা গেছেন। রোববার রাত ৯ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় দলে ইমরুলের সতীর্থ টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
দীর্ঘদিন ইমরুলের সঙ্গে জাতীয় দলের ইনিংস উদ্বোধন করতে নেমেছেন তামিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এই ওপেনার লিখেন, ‘জাতীয় দলের ক্রিকেটার এবং আমার দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েসের বাবা মো. বানি আমিন গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি যেন আল্লাহ তাকে বেহেশত নসীব করেন। ইমরুলের পরিবারের সদস্যদের প্রতি রইল আমার গভীর সমবেদনা’।
এই লেখার সঙ্গে ইমরুলের বাবার একটি ছবিও পোস্ট করেন তামিম।