বগুড়ায় আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বগুড়া সদরে একজন বয়স (৪০), শাজাহানপুরে একজন বয়স (২৭), ধুনটে একজন বয়স (২২), নন্দীগ্রামে একজন বয়স (১২), সোনাতলায় একজন বয়স (৪৫),
দুপচাঁচিয়ায় একজন বয়স (৬০) ও সারিয়াকান্দিতে একজন বয়স (২৮) বলে জানা গেছে। বুধবার রাত ১০টায় ডেপুটি সিভিল সার্জন ডা. তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের নমুনা আজই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পরীক্ষা করা হয়েছে।
এনিয়ে বগুড়ায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১২ জনে। গত বছর নভেম্বরে চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি ইতি মধ্যেই গোটা বিশ্বে মহামারী আকারে হানা দিয়েছে।
বর্তমানে বাংলাদেশের ৫৫টি জেলায় ছড়িয়ে পড়েছে এই মরণঘাতী করোনা ভাইরাস। সরকার ও প্রসাশনের পক্ষ থেকে একমাত্র সমাধানের পথ হিসাবে সকলকে ঘরে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।
সকলে ঘরে থাকুন। নিরাপদে থাকুন।