বগুড়ায় নারী ও শিশুসহ নতুন করে সাত জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
আক্রান্তদের মধ্যে বগুড়ার নন্দীগ্রামে ১২ বছরের এক কন্যা শিশু, শাজাহানপুরে ২৭ বছরের এক নারী ও সোনাতলায় একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
অন্যদের মধ্যে বগুড়া শহরের সবুজবাগ এলাকায় একজন, সারিয়াকান্দি, শাহজাহানপুর, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, ধুনট উপজেলায় একজন করে রয়েছেন।
সোনাতলায় আক্রান্ত ব্যক্তি স্বাস্থ্যকর্মী হওয়ায় সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করেছেন বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজীম চৌধুরী। আক্রান্তদের ১০ জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
এছাড়াও তাদের বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।