পুলিশের ওপর হামলার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আমিনুল ইসলাম বেলায়েত। শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় আনোয়ার পাঠান নামে অপর আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানর।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ও সূচী উড়ার তিতাস নদীর পাড়ে ধান মাড়াউকে কেন্দ্র করে কয়েকদিন আগে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় পুলিশসহ উভয় পক্ষের ৬৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংর্ঘষ থামাতে চাইলে যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েতের নির্দেশে ২০-৩০ জনের একটি দল পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশের ৫ সদস্য আহত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে পুলিশের এসআই নুরুল হক খন্দকার বাদী হয়ে যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ২৬ জনের নামে নাসিরনগর থানায় একটি মামরা দায়ের করেন।
এ ব্যাপারে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোকর্ণ ইউনিয়নের দুপক্ষের সংঘর্ষ হয়। পুলিশ সংঘর্ষ থামাতে গেলে এক পক্ষ পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিমের ৫ জন আহত হয়। পরে পুলিশ বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মামলা করে। এই মামলায় যুবলীগ সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে তোলা হবে।