রাজধানীর ইস্কন মন্দিরের পুরোহিতসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে ইসকন মন্দির লকডাউন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) মন্দিরটি লকডাউন করা হয়। শুক্রবার ওই মন্দিরের তাদের পরীক্ষার পর করোনা পজিটিভ রেজাল্ট আসে।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম বলেন, মন্দিরে এই ৩৬ জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। আগামী সোমবার দ্বিতীয় পরীক্ষা করানো হবে।
পুলিশের এই উপ-কমিশনার জানান, একজন সহকারী উপ-পরিদর্শক মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। নমুনা পরীক্ষা তারও করোনা পজেটিভ এসেছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বলেন, ইসকন কর্তৃপক্ষ বহু আগেই মন্দিরে বাইরের কারও প্রবেশ বন্ধ করে দিয়েছিল। যারা ছিলেন তারা সব সময় ভেতরেই অবস্থান করতেন।