১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউপির চাল ডিলার আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস জানান, উপজেলার আড়িয়ারা গ্রামের হেমায়েত শেখের ছেলে আশরাফ আলীর বিরুদ্ধে অতি দরিদ্রদের জন্য দেয়া ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির ঘটনায় গত ১৬ এপ্রিল লোহাগড়া থানায় মামলা হয়।
মামলার পর বেশ কয়েকদিন তিনি পলাতক ছিলেন। নিজ বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।