ত্রাণের দাবিতে ঝালকাঠির জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ত্রাণ বঞ্চিত অসহায় লোকজন। শুক্রবার (১ মে) দুপুরে তারা বিক্ষোভ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের দাবি, এখন পর্যন্ত তারা কোনও প্রকার সরকারি কিংবা বেসরকারি ত্রাণ সহায়তা পাননি। অনেকে অভিযোগ করেছেন, ঝালকাঠি পৌর কাউন্সিলররা সুষমভাবে ত্রাণ বিতরণ করছেন না। আত্মীয়-স্বজন ও কর্মী-সমর্থকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তারা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলরা। এ বিক্ষোভে কয়েকজন কাউন্সিলর বাধা দেয় এবং গ্রেফতারের হুমকি দিয়েছে বলেও জানা গেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদের হস্তক্ষেপ করেন। পর্যায়ক্রমে বঞ্চিত মানুষের ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে তারা আশ্বাস দেন।