করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বগুড়া জেলা কারাগার থেকে দ্বিতীয় দফায় আরও ৮৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
শুক্রবার (০৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক তাদের মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেল সুপারের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে মুক্তি পাওয়া ৮৮ জন কারাবন্দির মধ্যে ২৮ জনকে জরিমানা ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে এবং বাকি ৬০ জনের ১০০-৫০০০ টাকা পর্যন্ত জরিমানার মাধ্যমে মুক্তি মিলেছে।
কারাগার সূত্রে জানা যায়, সারাদেশেই তালিকাভুক্ত কারাবন্দিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় প্রথম দফায় বগুড়া জেলা কারাগার থেকে এর আগে ১১ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট ৯৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হলো।
বগুড়া কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলোয় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হচ্ছে। যাদের মুক্তি দেওয়া হচ্ছে তারা সবাই লঘুদণ্ডে দণ্ডিত। শূন্য থেকে তিনমাস, আবার তিনমাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত কয়েদি তাদের মুক্তি দেওয়া হচ্ছে।