মেহেরপুরের গাংনীর খড়মপুর গ্রামে বিধবা হাজেরা খাতুনকে সমাজচ্যুত ও জরিমানা করার ঘটনায় দায়ের করা মামলায় আসাদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪ টায় উপজেলার ধানখোলা বাজার থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল হান্নান। আসাদুল ইসলাম খড়মপুর গ্রামের আ. হান্নানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল হান্নান জানান, বিধবা হাজেরা খাতুনের মামলায় আসামি আসাদুল ইসলাম ধানখোলা বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, বিধবা মহিলা গাংনী থানায় ৪ জন সমাজপতিকে আসামি করে মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, গ্রাম্য সালিশের নামে বিধবা হাজেরা খাতুনকে সমাজচ্যুত করে ২০ হাজার জরিমানা ধার্য করে মামলার আসামিরা।