বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডে ১শ জন দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি করে চাল ও আলু বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের চারমাথায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে বিতরণের উদ্বোধন করেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম। এ সময় ওয়ার্ডের কর্মহীন ১শ মানুষের মাঝে ১০ কেজি করে চাল ও আড়াই কেজি আলু করে প্রদান করা হয়।
এ সময় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শিরিন সুলতানা, পৌরসভার উপসহপ্রকৌশলী (বিদ্যুৎ) মশিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার প্রশিক্ষক মোশারফ হোসেন, সমাজসেবক আব্দুর রাজ্জাক, লিটন প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।