সিরাজগঞ্জে বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি বিধি নিষেধ না মানায় বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত ৩০ জনকে মোট ৪৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ।
মঙ্গলবার (১২ মে) এ তথ্য জানিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তোফাজ্জল হোসেন বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সোমবার (১১ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, শাহজাদপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসব অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলায় ৩০ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৪৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরও জানান, গত ৪৮ দিনে ৩২৪ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১,৮৮৫ টি মামলায় ২,০৪৫ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৩৯ লাখ ৩৪ হাজার ৮৬০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।