অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সুচারুরূপে এ সেবা কার্যক্রম সম্পাদনের জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীদের অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে।
মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ অফিসে কিংবা বাসায় অবস্থান করে অনলাইন প্রশিক্ষণে অংশ নেবেন।
সোমবার (১২ মে) নির্বাচন কমিশন (ইসি) থেকে সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য সবার ইন্টারনেট সংযোগ সুবিধা থাকা আবশ্যক। তাছাড়া ল্যাপটপ অথবা স্মার্ট ফোন অথবা ট্যাবের ব্যবহার করা প্রয়োজন হবে। প্রশিক্ষণে অংশ নেওয়ার আগেই প্রত্যেক প্রশিক্ষণার্থীকে তার ব্যবহৃত ল্যাপটপ অথবা স্মার্ট ফোন অথবা ট্যাবে জুম মিটিং (ZOOM MEETING) সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে, যাতে করে প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় কোনো প্রায় সমস্যার সম্মুখীন হতে না হয়।
এ অবস্থায়, ওই অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ অথবা স্মার্ট ফোন অথবা ট্যাবে জুম মিটিং (ZOOM MEETING) সফটওয়্যার ইনস্টল করা প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয়। এজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হলো।