বিডি ল নিউজ ডেস্কঃ প্রযুক্তিজ্ঞানের সীমাবদ্ধতা প্রয়োজনী ইলেকট্রনিক্স সামগ্রী ও অন্যান্য সমস্যার কথা জানিয়ে বগুড়াতে ভার্চুয়াল কোর্ট বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীগন। বুধবার (১৩ মে) দুপুরে বগুড়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বগুড়া এডভোকেট বার অ্যাসোসিয়েশন কমিটির সেক্রেটারীর কাজ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। সার্বিক বিষয় পর্যালোচনা করে ভার্চুয়াল কোর্ট বর্জন করছি আমরা।
তিনি আরও বলেন, আমাদের আইনজীবীরা প্রযুক্তিগতভাবে দক্ষ নয়। তাদের সকলের ঘরে উচ্চগতির ইন্টারনেট সংযোগও নেই। কর্তৃপক্ষের উচিত ছিল- কোর্ট চালুর আগে আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। যদিও এখন প্রশিক্ষণের ব্যবস্থা করা দুষ্কর, তবুও অসম্ভব নয়। বৃহৎ স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে আইনজীবীদের প্রশিক্ষণ এবং ডিজিটাল সরঞ্জামাদি নিশ্চিতের ব্যবস্থা করলে আমরা ভার্চুয়াল কোর্টে যোগদানের বিষয়ে ভেবে দেখবো।