প্রধান মন্ত্রীর উপহার পেলো বগুড়া জেলা ক্যামেরাম্যান এ্যাসোসিয়েশনের সদস্যরা। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া বগুড়া জেলা ক্যামেরাম্যান এ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের সভাপতি রাফিউল ইসলাম সোহেল সদস্যদের হাতে এসব তুলে দেন। উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ১০কেজি চাল, ২কেজি আলু, ২কেজি ডাল, ১কেজি লবনসহ অন্যান্য সামগ্রী ছিলো। ৫০ জন সদস্যদ আপতকালীন সময়ে এই সহযোগিতা পেলো।
বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রতন মন্ডল, সহ-সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক শ্রী পবিত্র কুমার দাস, সহ-সাধারন সম্পাদক মো: শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুর রহিম, জয়, বাবু ও আমিন সহ প্রমুখ।