নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জেএমবির দাওয়াতি শাখার এক সদস্যকে বরগুনা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮। তার নাম মো. বাদল (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার নলী চরকগাছিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।
শনিবার বিকেলে র্যাব- ৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকালে বরগুনা সদর উপজেলা থেকে বাদলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে গোপন মিটিং, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করেছেন।
বাদলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।