রাজধানীর তেজগাঁও এলাকায় গাঁজাসহ গ্রেফতার দুই মাদককারবারি টুম্পা বেগম ও ময়না বেগমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে জহিরুল নামে এক মাদককারবারির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ মে) তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে মাদক আইনে করা মামলার তদন্ত শেষে না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি দুজনের জামিন মঞ্জুর করেন এবং একজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। জহিরুলের কাছ থেকে দুই কেজি ৪০০ গ্রাম, টুম্পার কাছ থেকে ৩০০ গ্রাম এবং ময়নার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুলাল মিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার জামিন আবেদন মঞ্জুর করেন। গত শনিবার রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।