বন্ধ করে দেওয়ার পাঁচদিন পর ফের খুলেছে বগুড়া নিউ মার্কেট। সরকারঘোষিত সব স্বাস্থ্যবিধি মানার শর্তে বগুড়া নিউ মার্কেট সোমবার (১৮ মে) সকাল ১০টায় খুলে দেওয়া হয়েছে মার্কেটটি।
বগুড়া নিউ মাকেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জানান, লকডাউনের কারণে প্রায় দেড় মাস দোকান বন্ধ। ঈদকে সামনে রেখে শর্ত সাপেক্ষে সরকার দোকান খোলার অনুমতি দেয়। সেই অনুমতিতে নিউ মার্কেটের সব দোকান খোলা হয়। এরপর চার দিনের মাথায় স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে মার্কেট বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
তিনি জানান, আগত ক্রেতাদের হাত ধোঁয়ার ব্যবস্থা রাখা, দূরুত্ব বজায় রেখে মার্কেটে প্রবেশ ও কেনাকাটা করতে হবে। মাকেটের গেটে স্বেচ্ছাসেবক রাখা হয়েছে আগত ক্রেতাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে।
গত ১৩ মে দুপুরে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে মার্কেট বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমেদ জানান, ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সব স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে মার্কেট খোলার অনুমতি দেওয়া হয়েছে। নিউ মাকেটসহ সব মার্কেট প্রশাসনের নজরদারিতে থাকবে। স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।