বগুড়ার শেরপুরে মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ সেবা প্রদানকারীদের (এলএসপি) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দফতর প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার মো. রবিউল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা হক, কর্মকর্তা মো. লাভলু মিয়া, শাহীন আলম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান। উল্লেখ্য, প্রাণিসম্পদ দফতরের এলডিডিপি প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ দফতরের সেবা পৌঁছে দেয়ার জন্য এই উপজেলার দশজন সেবাপ্রদানকারীকে (এলএসপি) বাইসাইকেল দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।