বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে ৫০০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। করোনায় সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রান্তিক জনমানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকালে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে অসহয় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আবহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আবহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাসার, মনিরুজ্জামান মনি, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, মাজেদুর রহমান জুয়েল ও সরকার মুকুল, আবু হাসান, শাহাদৎ হোসেন সোহাগ, সৌরভ হাসান প্রমুখ।