বগুড়ার গাবতলীতে খাদ্য গুদাম থেকে চাল পাচারের সময় গুদাম কর্মকর্তা গাজি মো. শফিকুলকে আটক করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ট্রাকসহ ১৭ টন চাল।
শুক্রবার সকাল ১০ টার দিকে গাবতলী উপজেলার সাবেক পাড়া সরকারি খাদ্য গুদাম থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার সাবেকপাড়া সরকারি খাদ্য গুদাম সংলগ্ন রাস্তায় ট্রাকে চাল লোড করা হচ্ছিল। ট্রাক গুদামের ভেতরে না ঢুকিয়ে বাইরে রেখে গুদাম থেকে চাল লোড করার বিষয়টি স্থানীয় লোকজন সন্দেহের চোখে দেখে। তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চাল আটক করেন।
গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ হারুনার রশিদ জানান, ১৭ টন চালের কোনো ডিও দেয়া হয়নি। গুদামের স্টক মিলানোর পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
গাবতলী সার্কেলের এএসপি সাবিনা ইয়াছমিন জানান, রাতেই সংবাদ ছিল গুদাম থেকে চাল পাচার করা হবে। সেই অনুযায়ী শুক্রবার সকালে চাল বের করার পর ট্রাকসহ ১৭ টন চাল আটক করেছি। চালগুলো ধুনটের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।