করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল কোর্টে বিচার কাজ চালানো হচ্ছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আগামী ১৫ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
শনিবার (৩০ মে) বিকেলে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।