প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রাহা মাহমুদা পলি (৩৩) নামে এক নারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান। এর আগে বৃহস্পতিবার (৪ জুন) রাতে মানিকগঞ্জের সাটুরিয়া থানার তিল্লী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাহা মাহমুদা পলি আক্তার সাটুরিয়া উপজেলার পার তিল্লী গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, একই গ্রামের অ্যাডভোকেট মো. রানা আহম্মেদ শান্ত নামে এক আইনজীবী বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই পলিকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে মামলার বাদী অ্যাডভোকেট মো. রানা আহম্মেদ শান্ত বলেন, মাহমুদা পলি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ২০ মে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিপূর্ণ বাক্য লিখে আপলোড করে। বিষয়টি তিনি অবগত হলে বৃহস্পতিবার রাতে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে রাতেই পলিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বলে জানান তিনি।