Related Articles
ফেনীতে যৌতুক না দেওয়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।নিহত সালমা আক্তার (১৮) জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ভুঁঞাবাড়ির অটোরিকশাচালক নজরুল ইসলাম শামীমের স্ত্রী ও ফুলগাজী ইউনিয়নের বৈরাগপুরের আবু তালেবের মেয়ে।
এ ঘটনায় সালমার বাবা আবু তালেব শুক্রবার রাতে সালমার স্বামী, শাশুড়ি, দেবরসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।তালেব বলেন, পাঁচ মাস আগে বিয়ের পর থেকে দুই লাখ টাকা যৌতুকের জন্য সালামাকে চাপ দিয়ে যাচ্ছিল তার শ্বশুরবাড়ির লোকজন। ধারদেনা করে কয়েক ধাপে প্রায় এক লাখ টাকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও ১০ হাজার টাকা দেওয়া হয়।
“তারা আরও এক লাখ টাকা চাইলে এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে স্থানীয়রা জানতে পেরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।”ফুলগাজী থানার ওসি কুতুব উদ্দিন বলেন, “প্রাথমিক তদন্তে নিহতের গলায় শ্বাসরোধ করার আলামত মিলেছে। তবে এটি আত্মহত্যা না শ্বাসরোধে হত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে বলে তিনি জানান।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)