বগুড়ায় পিকআপভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খামারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে এলাকার সড়কের পাশে বসেছিলেন দেলোয়ার হোসেন ও দুলাল হোসেন। এ সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা।