Related Articles
সারা দেশের সব অধস্তন আদালত গত পাঁচ কার্যদিবসে ভার্চুয়াল শুনানির মাধ্যমে ছয় হাজার ৫৪২ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সুপ্রিমকোর্টের মখপাত্র স্পেশাল অফিসার সাইফুর রহমান এনটিভি অনলাইনকে জানান, গত ৩১ মে থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪ হাজার ৩৪০টি আবেদন নিষ্পত্তি করে ছয় হাজার ৫৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
এর আগে ২৯ মে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল, ভার্চুয়াল আদালত গঠনের পর থেকে সারাদেশের সব অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১০ কার্যদিবসে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)