বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বাসচাপায় আব্দুর রহিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে থানা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহিম কাহালু উপজেলার বীরকেদার ইউপির বীরকেদার পূর্ব পাড়া (মণ্ডলপাড়া) গ্রামের কুড়ানোর ছেলে। স্থানীয়রা জানান, আব্দুর রহিম মোটরসাইকেল যোগে খামারের মুরগির জন্য ওষুধ ক্রয় এবং দুধ বিক্রি করতে দুপচাঁচিয়া সিও অফিস বাসষ্ট্যান্ড বাজারে যাচ্ছিলেন। এ সময় থানা বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে নওগাঁ থেকে বগুড়াগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
