অর্থপাচার ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী, মেয়ে এবং শ্যালিকার ব্যক্তিগত তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৯ জুন) দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সালাহউদ্দিনের স্বাক্ষরিত পাঠানো চিঠিতে পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিনের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন নম্বর, আয়কর রিটার্নসহ ব্যক্তিগত সব নথিপত্র তলব করা হয়েছে।আজ বুধবার (১০ জুন) দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এমপি পাপুল ও তার পরিবারের সদস্যদের তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।সম্প্রতি কুয়েতের বিভিন্ন গণমাধ্যম মানবপাচার ও অর্থপাচারসহ বিভিন্ন জালিয়াতির অভিযোগে কয়েকশ ব্যক্তির তালিকা প্রকাশ করে কুয়েত সরকার। সেই তালিকা ধরেই বিতর্কিত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির গোয়েন্দা বিভাগ। সেই অভিযানেই গ্রেপ্তার হন এমপি পাপুল। বর্তমানে তিনি সেখানে রিমান্ডে আছেন।