নরসিংদীতে নতুন করে আরো ৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ১ হাজার ৩১।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন মো. ইব্রাহীম।
সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা যায়, করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১৬৯ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। রাতে সেসব নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন আরও ৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন মো. ইব্রাহীম বলেন, সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। এ ছাড়া তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হবে। এ পর্যন্ত ১৫ জন করোনাভাইরাসে মারা গেছেন। ৩২১ জন সুস্থ বাড়ি গেছেন।