যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান ছাড়াও ভ্যাকসিন তৈরিতে নেমেছিল নাইজেরিয়া। দেশটির গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, তারা করোনাভাইরাস প্রতিরোধে ‘শতভাগ কার্যকর’ ভ্যাকসিন আবিষ্কার করেছেন।
‘কভিড-১৯ রিসার্চ গ্রুপের’ অর্থায়নে এই টিকা আবিষ্কার হয়। শুক্রবার দেশটির গবেষকরা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন। নাইজেরিয়ান গার্ডিয়ানসহ দেশটির তিনটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম খবরটি ফলাও করে প্রচার করেছে।
গবেষক দলের প্রধান আদলেকে ইউনিভার্সিটির অধ্যাপক ওলাদিপো কোলাওলে সংবাদ সম্মেলনে জানান, ভ্যাকসিনটি আফ্রিকান অঞ্চলের মানুষদের জন্য এখন প্রস্তুত করা হচ্ছে। অন্য অঞ্চলের মানুষদেরও ভ্যাকসিনটি সরবরাহ করা হবে।
গবেষকেরা এমন দাবি করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বিষয়টি নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি। ভ্যাকসিন আবিষ্কার যেমন জটিল প্রক্রিয়া তেমনি এর বৈশ্বিক অনুমোদন পাওয়াও বেশ সময় সাপেক্ষ। তবে নাইজেরিয়ার গবেষকেরা অবশ্য ভ্যাকসিনটি নিয়ে খুব আশাবাদী।
সংবাদ সম্মেলনে নাইজেরিয়ার গবেষকরা জোর গলায় বলেছেন, এটি কোনোভাবেই ভুয়া কিছু নয়।