গাজীপুরের টঙ্গীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ও অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পিংকু (৪০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) টঙ্গীর টিএনটি এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাবের গুলিবিনিময়ের সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের মেজর রইসুল ইসলাম মনি।
তিনি বলেন, এঘটনায় একজন র্যাব সদস্যও আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।