রাজধানীর দক্ষিণ মুগদা এলাকায় বাসার ছাদ থেকে পড়ে গিয়ে এক শিক্ষার্থী আশরাফুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ছাদে গিয়ে মোবাইলে কথা বলার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া আশরাফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীয়তপুরের পালং উপজেলার মনির হোসেনের ছেলে আশরাফুল।
নিহত আশরাফুল বড়ভাই মিজানুরের সঙ্গে রাজধানীর দক্ষিণ মুগদার ওয়াপদা গলিতে থাকতেন। রামপুরার একটি কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন তিনি।