Related Articles
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে সাংবাদিক মারধরের ঘটনায় দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে মুগদা জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের মারধরের ছবি তুলতে গেলে দুই ফটোসাংবাদিকের ওপর হামলা করে অভিযুক্ত আনসার সদস্যরা। তাদের আক্রমণে এক ফটোসাংবাদিকের ক্যামেরার প্রটেক্টর ভেঙে গেছে।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে শনিবার ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মো. কামাল হোসেন বলেন, ‘ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে মুগদা হাসপাতালের দুজন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য প্রতিদিন ৪০ জনকে টিকেট দেওয়া হয়। ওই দিন ৩৪ জনের পরীক্ষা করেই আনসার সদস্যরা বলেন, ‘আজ পরীক্ষা শেষ। তখন ৩৬ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা শাওন হোসেন নামের এক যুবকের সঙ্গে আনসার সদস্যদের তর্কাতর্কি হয়।
একপর্যায়ে আনসাররা তাঁর গায়ে হাত তোলে। এ ঘটনার ছবি তুলতে যান বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রী জয়িতা রায়। তখনই সাংবাদিকের ওপর হামলা করে আনসার সদস্যরা।
এর আগে গত বছরে জানুয়ারিতেও মুগদা হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)